ঔষধ ছাড়া ডাক্তারের পরামর্শ মতে শরীয়া মতে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা সম্ভব ————– মাহমুদ উস সামাদ এমপি

57

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় দক্ষতার মাধ্যমে বহির্বিশে^ বাংলাদেশ বিভিন্ন ভাবে পুরস্কৃত হচ্ছে। কোন ঔষধ ছাড়া ডাক্তারের পরামর্শ মতে শরীয়া মোতাবেক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা সম্ভব। পরিবার পরিকল্পনা সীমিত সংখ্যায় সন্তান নিতে সাহায্য করে, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস করে, মা ও শিশু সহ পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। পরিবারে সচ্ছলতা আনয়ন করে। কিশোরীরা হচ্ছে আগামী প্রজন্মের ধারক। তাই তাদের সুস্থতার উপর নির্ভর করবে ভবিষ্যত প্রজন্মের সুস্থতা। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’’।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১১ জুলাই মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ এর পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজ আহমেদ মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মোঃ হারুন অর রশীদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান এম এইচ খলিল, সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, দাউদপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক চিত্ররঞ্জন তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি