দইয়ের কাপে দুটি চামচ

8

মোঃ মিনহাজ :

ফ্রিজে বসে মনের সুখে তার বাস,
দই তার নাম সুগন্ধি তার সুবাস।
তার সুখ অন্যদের যন্ত্রণার কারণ,
ফ্রিজে বসবাস হয়ে গেল তার বারণ।
বের করে দেওয়া হলো তাকে,
চামচ গুলো ঝাঁপিয়ে পরতে চাইলো ঝাঁকে।
একটি চামচ অনুমতি পেলো,
দইয়ের মধুরতায় ডুবে সে গেল।
একাকি চামাচ ভাবছে তার সঙ্গী’কে,
ডাকছে তাকে ছন্দের আঙ্গিকে।
সঙ্গীর ডাকে চামচ “আসছি আমি”,
তোমার ডাকে দইয়ের কাপে হৃদয় গেছে থামি।
নিস্তব্ধতার বাঁধন একসাথে পেড়িয়ে,
কথায় কথায় কথাদের হারিয়ে।
একসাথে থাকি আর হাসি হাসি,
খুনসুটি আর পাগলামি রাশি রাশি।