স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় হেরোইন বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। গত বুধবার সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ইব্রাহীম মিয়া এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে- মো: তাজুল ইসলাম উরফে তাজু (৩৫)। সে নগরীর দক্ষিণ সুরমা ঝালোপাড়ার লুৎফর রহমানের পুত্র। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী কানা তাজু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর রাতে নতুন রেলওয়ে ষ্টেশনের পিছনের পূর্ব দীঘির উপর নুরু মিয়ার চায়ের দোকানে মাদক ব্যবসায়ী মো: তাজুল ইসলাম উরফে কানা তাজু হিরোইন বিক্রি করছে। গোপনে এমন সংবাদ পেয়ে ওইদিন রাত পৌনে ৯ টার দিকে র্যাব-৯’র একটি দল সেখানে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় কানা তাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৭ পুরিয়া হেরোইন ও ৫শ’ টাকার দু’টি জাল নোট উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব-৯’র এএসআই মো: শাহজাহান আলম মিয়া বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৭৫ (১৪-০৯-০৭)।
দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালী থানার এসআই আরিফুজ্জামান একই বছরের ৯ অক্টোবর একমাত্র কানা তাজুকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৮ সালের ২৩ জানুয়ারী থেকে এ মামলার বিচার কায্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী মো: তাজুল ইসলাম উরফে কানা তাজুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সনের ১৯ (১) এর ১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট জ্যোর্তিময় পুরকাস্ত ও আসামীপক্ষে এডভোকেট মো: আকবর হোসেন মামলাটি পরিচালনা করেন।