ভারতের রোমাঞ্চকর জয়

23
LONDON, ENGLAND - JUNE 09: Yuzvendra Chahal of India (centre) celebrates with his team mates after taking the wicket of David Warner of Australia (not shown) during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Australia at The Oval on June 09, 2019 in London, England. (Photo by Andy Kearns/Getty Images)

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে রবিবার লন্ডনের কেনিংটন ওভালে রানের বন্যা বইয়ে দিল ভারত ও অস্ট্রেলিয়া। দুই দল মিলে করল ৬৬৮ রান। ম্যাচে ১০০ ওভারই মাঠে গড়াল। তবে, শেষ হাসি হাসল ভারত। ম্যাচটিতে রোমাঞ্চকর জয় পেল তারা। অস্ট্রেলিয়াকে বিরাট কোহলিরা হারাল ৩৬ রানে। দুই ম্যাচ খেলে ভারতের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে, তিন ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার এটি প্রথম হার। আগামী ১৩ জুন ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ১৫ জুন অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।
এদিন ভারতের দেয়া ৩৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩১৬ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আলেক্স ক্যারি। ১৪ বলে ২৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪২ রান করেন উসমান খাজা। ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৩টি, জ্যাসপ্রীত বুমরাহ ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে শুরুটা করে দারুণ। কিন্তু দলীয় ৬১ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান ওপেনার অ্যারোন ফিঞ্চ। এরপর স্মিথ-ওয়ার্নার জুটিতে দারুণ খেলছিল অজিরা। দলীয় ১৩৩ রানে ফিরে যান ওয়ার্নার। এরপর স্মিথ-উসমান খাজা মিলে দলকে পথেই রেখেছিলেন। কিন্তু ৪০তম ওভারে ঘুরে যায় খেলা। এই ওভারে স্মিথ এবং খাজা দুজনকেই বিদায় করেন ভুবনেশ্বর কুমার। এরপর ম্যাক্সওয়েল-ক্যারি ঝড়ো ইনিংস খেললেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি।
এর আগে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ভারত। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে বিরাট কোহলির দল।
দলের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার শিখর ধাওয়ান। ১০৯ বলে ১১৭ রান করেন তিনি। ৫৭ রান করেন রোহিত শর্মা। ৭৭ বলে ৮২ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ২৭ বলে ৪৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ২৭ রান করেন মহেন্দ্র সিং ধোনি। ৩ বলে ১১ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মার্কাস স্টয়নিস ২টি, প্যাট কামিন্স ১টি, মিচেল স্টার্ক ১টি ও নাথান কুল্টার-নাইল ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৩৬ রানে জয়ী ভারত।
ভারত ইনিংস: ৩৫২/৫ (৫০ ওভার)
(রোহিত শর্মা ৫৭, শিখর ধাওয়ান ১১৭, বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৪৮, মহেন্দ্র সিং ধোনি ২৭, লোকেশ রাহুল ১১*, কেদার যাদব ০*; প্যাট কামিন্স ১/৫৫, মিচেল স্টার্ক ১/৭৪, নাথান কুল্টার-নাইল ১/৬৩, গ্লেন ম্যাক্সওয়েল ০/৪৫, অ্যাডাম জাম্পা ০/৫০, মার্কাস স্টয়নিস ২/৬২)।
অস্ট্রেলিয়া ইনিংস: ৩১৬ (৫০ ওভার)
(ডেভিড ওয়ার্নার ৫৬, অ্যারোন ফিঞ্চ ৩৬, স্টিভেন স্মিথ ৬৯, উসমান খাজা ৪২, গ্লেন ম্যাক্সওয়েল ২৮, মার্কাস স্টয়নিস ০, আলেক্স ক্যারি ৫৫*, নাথান কুল্টার-নাইল ৪, প্যাট কামিন্স ৮, মিচেল স্টার্ক ৩, অ্যাডাম জাম্পা ১; ভুবনেশ্বর কুমার ৩/৫০, জ্যাসপ্রীত বুমরাহ ৩/৬১, হার্দিক পান্ডিয়া ০/৬৮, কুলদীপ যাদব ০/৫৫, যুজবেন্দ্র চাহাল ২/৬২, কেদার যাদব ০/১৪)।
ম্যাচ সেরা: শিখর ধাওয়ান (ভারত)।