তাহিরপুরে চিকসা কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর

40

বাবরুল হাসান বাবলু, তাহিরপুর থেকে :
তাহিরপুর কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলা সদর ইউনিয়ন চিকসা গ্রামের কালি মন্দিরে এ news pic 2-7-17ঘটনা ঘটে। প্রতিমাগুলো গুলো হলো, কালি, মহাদেব ও ভিক্ষুক। চিকসা কালি মন্দিরের সভাপতি রনদা প্রসাদ পুরকায়স্থ ও  প্রতিবেশী রাজীব পুরকায়স্থ জানান, শনিবার সন্ধ্যায় পূজারীরা মন্দিরে পূজা করে মন্দিরটি তালাবদ্ধ করে চলে যান। রবিবার বিকেলে পাড়ার ছেলেরা মন্দিরে ভাঙ্গা প্রতিমা দেখে গ্রামবাসীকে জানায়। পরবর্তীতে কমিটির লোকজন ও গ্রামবাসী বিষয়টি স্বচক্ষে দেখে রবিাবর সাথে সাথে বিষয়টি তাহিরপুর থানা পুলিশকে অবহিত করেন। বর্ষা মৌসুমে মন্দিরের চারপাশে পানি থাকায় তারা বিলম্বে বিষয়টি জানতে পারেন বলেও তারা জানান। তাদের ধারনা সম্ভবত ভোর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আসাদুজ্জামান বলেন,সংবাদ পেয়ে বিকাল বেলা থানা পুলিশ সহ তিনি ঘটনাস্থলে গিয়াছেন। এবং তিনটি মূর্তি ভাঙ্গার সত্যতা পেয়েছেন। সেই সাথে জরুরী ভিত্তিতে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।