গোলাপগঞ্জ আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে নিয়ম বহির্ভূত এডহক কমিটি গঠনের প্রতিবাদে গ্রামবাসীর স্মারকলিপি

16

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে নিয়ম বহির্ভূত স্বল্পশিক্ষিত ( মেট্রিক পাশ) ব্যক্তিকে আহবায়ক করে (এডহক) পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে এবং যোগ্য লোকজনকে নিয়ে যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন গোলাপগঞ্জের অভিভাবক, সচেতন নাগরিক সমাজ ও সাবেক শিক্ষার্থীবৃন্দ ।
২১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় এ স্মারকলিপি সিলেট শিক্ষা বোর্ডের সচিব এর কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থর্ করার জন্য সম্প্রতি এডহক কমিটিতে অযোগ্য,স্বল্প শিক্ষিত ব্যক্তিকে আহবায়ক করা হয়েছে এতে বিদ্যালয় ও কলেজের উন্নয়নসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষার্থে যোগ্য লোকজনকে নিয়ে যথা সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাসুদ আহমদ, সাবেক শিক্ষার্থী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সৈয়দ হাসান আহমদ, মিজানুর রহমান বেলাল, আব্দুল খালিক, মলয় দত্ত মিঠু, মইনুল ইসলাম দুলাল, জাফরান জামিল, মোহাম্মদ আব্দুল্লাহ, অরুন কুমার দেব, আলাউদ্দিন, মইন উদ্দিন, মাহবুব আহমদ, মো. মাসুদুর রহমান, মাসুদ আহমদ, আনছার আহমদ, আলাউদ্দিন আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি