নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই – হাসনা হেনা

4

মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ৩১ জানুয়ারি ২০২২ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হাসনা হেনা তালগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
২৩ জানুয়ারি রবিবার রাত আটটায় তিনি নিজ বাড়িতে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
গোপশহর গ্রামের প্রবীণ মুরব্বি ও সাবেক শিক্ষক আশরাফ খান এর সভাপতিত্বে তৌহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাবেদ আহমদ।
এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হাসনা হেনা, যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট সমাজসেবী আব্দুস সালাম দিলাল, সমাজসেবী মফুর মিয়া, দোলন আতমজু মিয়া, সোনাওর আলী সোহেল, রফিক মিয়া, জুনেদ আহমদ, এড কামরুজ্জামান ইলু মেম্বার, সাবের আহমদ, শহীদ আহমদ, ছালেক মিয়া।
এ সময় সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী হাসনা হেনা বলেন, “এলাকাবাসী বিপদে আপদে সব সময় আমি পাশে ছিলাম। বিশেষ করে নারী শিক্ষা, চিকিৎসা ও সচেতনতামূলক কাজ করে গিয়েছি। ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে আরও ব্যাপকভাবে কাজ করে যেতে চাই। আপনাদের কাছে ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নেই তবে সমাজ ও এলাকাবাসীর জন্য অনেক চাওয়া পাওয়া রয়েছে। আপনারা ৩১ জানুয়ারি তালগাছ প্রতীকে ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করি। ”
মতবিনিময় সভা শেষে দোয়া পরিচালনা করেন গোয়ালগাঁও জামে মসজিদের খতিব ইয়াকুব আলী। বিজ্ঞপ্তি