সিলেটে নাট্য পরিষদের বিমূর্ত প্রতিবাদ ॥ রুখতে হবে সাম্প্রদায়িক অপশক্তি

7

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে শুরু হওয়া এ প্রতিবাদের মধ্যখানে সকলরকম বাদ্যযন্ত্র এক জায়গায় দাঁড় করিয়ে ‘বিমূর্ত প্রতিবাদ করা হয়।
আর সমাবেশে গান কবিতার ফাঁকে ফাঁকে বক্তারা বলেন, এ দেশ কোন সাম্প্রদায়িক গোষ্ঠীর না। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাঙালী যুগ যুগ ধরে সকল অপশক্তির মোকাবেলা করে আসছে। তাই এবারও বাঙালী এক হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। যে প্রতিরোধের প্রেরণা দেবে সাংস্কৃতিক জাগরণ। সকল অপশক্তির কালো হাত ভেঙ্গে সম্প্রীতির বাংলাদেশ আবারও প্রমাণ করবে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সবাই বাঙালী।
বিকাল চারটা থেকে শুরু হওয়া সমাবেশ চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক প্রধান পরিচালক ব্যরিস্টার আরস আলী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মুকাদ্দেস বাবুল, চিত্র শিল্পী পরিষদ সিলেটের সদস্য সচিব সামসুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক নিরঞ্জন দে যাদু, নাট্য পরিষদের বর্তমান পরিচালক চম্পক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় এ সমাবেশের সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
সমাবেশে বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সাম্প্রদায়িক দাংগা সৃষ্টি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সকল সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় গান পরিবেশন করেন নিলেন্দু ভট্টাচার্য, অংশুমান দত্ত অঞ্জন, প্রদীপ মল্লিক, পল্লবী দাস মৌ, হিল্লুল শর্মা। আর আবৃত্তি পরিবেশন করেন মুকাদ্দেস বাবুল ও মৃত্তিকায় মহাকাল সিলেট।
শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবাদী এ সমাবেশে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নজরুল পরিষদের সদস্য সচিব নিলাঞ্জন দাস টুকু, রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন সিরুল, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান, সম্মিলিত নাট্য পরিষদের কার্যকরী সদস্য ফারজানা সুমি, দিবাকর সরকার শেখর প্রমুখ। এসময় বিভিন্ন নাট্য ও সংস্কৃতি সংগঠন উপস্থিত হয়ে সংহতি জানায়। বিজ্ঞপ্তি