প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন

40
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন সহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি: নং-এস ১২০৬৮ কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গতকাল ১৪ মার্চ বৃহস্পতিবার এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি কল্যাণ ব্রত বিশ্বাস, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক নিকেতন দাস, কেন্দ্রীয় সদস্য স্বপন তালুকদার, কেন্দ্রীয় সহ-সামাজিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবুল কান্তি দাস, মহানগর সভাপতি নাজমা খানম, সহ-সভাপতি শঙ্করী কর, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক রাড়ী, সদর উপজেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মো: সাইফুল আলম রাজ্জাক, কেন্দ্রীয় সহ-তথ্য সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল হানিফ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বালাগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি রঞ্জিত মোহন দাস, সাধারণ সম্পাদক চঞ্চল দাম, গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা সহ-সভাপতি আব্দুল বাছিত, আব্দুল কাইয়ুম শাকী, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাস, যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক মো: শামছউদ্দিন, ওসমানীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মহানগরের সহ-সভাপতি আম্বিয়া খানম, কানিজ আয়শা, শেলুফা বেগম, বিপ্লব মোদক, চেমনআরা আছিয়া, শেখর রঞ্জন শ্যাম, নূরজাহান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন শাহীদুল ইসলাম খান, সাধন চন্দ্র দেব, মকসুদ আহমদ, আব্দুল কাদির, আব্দুল মোছাব্বির, মো: মোতালিব, অটল কান্তি তালুকদার, কমর জাহান চৌধুরী, কবিতা রাণী তালুকদার, ফখরুল ইসলাম, জাকারিয়া ইসলাম, সামছুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন। বিগত ২০১৭ সালের ২৩ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের অচিরেই পূরণ করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্র“তি করা সত্ত্বেও অদ্যাবদি বাস্তবায়ন করা হচ্ছে না। তাই অনতিবিলম্বে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান সহ সকল ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য আহবান জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিজ্ঞপ্তি