ইউনিয়নে ১টি করে কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করব – এমপি মানিক

23

ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন শিক্ষার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন Manik MP Photoহবে। এবার দেড়শ টন চাল তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্যে দিয়েছি। বর্তমানে ছাতক দোয়ারায় ১৪টি কলেজ রয়েছে। এ সরকারের সময়েই ২২টি ইউনিয়নে ১টি করে কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করব যাতে সকল ইউনিয়নের ছেলে-মেয়েরা সহজে শিক্ষা অর্জন করতে পারে। ছাতক দোয়ারায় ১৪টি হাই স্কুল ছিল, বর্তমানে ৬৪টি হাই স্কুল হয়েছে। ব্রিটিশ আমলে ১টি, পাকিস্তান আমলে ৪টি স্কুল, বাকী ৫০টি হাই স্কুল আমাদের সরকারের সময়েই হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষণাতেই দেশের সকল প্রাইমারী স্কুলকে জাতীয় করণ করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকারী করেছেন। ১৯৭২ সালে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। আওয়মীলীগ সরকার এ কলেজের উন্নয়ন যাত্রাতে শুরু থেকেই এ পর্যন্ত রয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৪তলা দুটি ভবন শীঘ্রই নির্মিত হবে। শুধু শিক্ষা ক্ষেত্রে নয় এ সরকার সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে ১১টি ব্রিজ নির্মাণ করেছে এবং সিলেট সুনামগঞ্জ রোড কে ৩ ফুট ৩ ফুট প্রশস্থ করণ এবং গোবিন্দগঞ্জ পয়েন্টে গোলচত্বর নির্মাণ অচিরেই সম্পন্ন হবে। মসজিদ মাদ্রাসা মন্দির সহ সার্বিক ক্ষেত্রে এ সরকারের উন্নয়ন একটি যোগান্তকারী উন্নয়ন। গতকাল ২৭নভেম্বর সকালে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ২০১৩ সালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির প্রতিশ্র“ত ৪৬ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রচীর নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক এর সভাপতিত্বে অধ্যাপক কৃপাসিন্দু দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, লুৎফুর রহমান সরকুম, আলহাজ্ব সুন্দর আলী চেয়ারম্যান, তাপস দাস পুরকায়স্ত, মুজিবুর রহমান, কবির উদ্দিন লালা, ডাঃ নাসিম হাসান লাভলু, গয়াছ আহমদ চেয়ারম্যান, মাসুদুর রউফ শাহিন, উপাধ্যক্ষ মহি উদ্দিন, জেলা প্রকৌশলী, সুর্যসেন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ। সীমানা প্রাচীর কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব। প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপিকে কলেজ স্কাউট প্রতিনিধি দল সালাম ও অভিবাদন জানায়। বিজ্ঞপ্তি