পিযুষ চক্রবর্তী
স্রষ্টার অসীম ক্ষমতার লীলাময় জগতে
বংশগতি দেহ রস দ্বারা গঠিত,
অস্তি, মজ্জা, রক্ত, ত্বক সমন্বিত
ভূমিষ্ট থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত গতিশীল
অবয়বের নামই মানুষ।
দেহের ভিতরের চেতনাশীল মান ও হুঁশ নিয়ে
অর্জন করতে চায় সে জাগতিক সুখ
সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি সম্পন্ন আত্মবিকাশ
প্রজাতি-ই মানুষ।
যার দেহ, মন, প্রাণ জুড়ে রয়েছে মায়া,
মমতা-লালিত্য, সম্প্রীতি-সৌহার্দ্য ও উদ্ভাবনীগুণ
জ্ঞান ও চরিত্র বলে নিজ হিত ও পরোপকারী মনে
রাখে সর্বদা ¯্রষ্টা ভীতি, সৃষ্টিতে আছে প্রীতি
মনুষ্যত্ববোধই মানুষের চলার সাথি।
যে বা করে আপন দেহ ও মনের কল্যাণ
অন্তর্ধানে রাখে স্রষ্টা আছেন সঙ্গোপনে
কাজ করে জীবিকা উন্নয়ন ও সকলের কল্যাণে,
জ্ঞান, বিবেক, বুদ্ধি ও মূল্যবোধ কাজে লাগিয়ে
দেশ ও সমাজের কল্যাণে অনন্য অবদান
রাখে যে, কীর্তিমান মানুষ সে।