মু. আব্দুল কাদির জীবন
(মাওলানা এমদাদুর রহমানের স্মরণে)
দাদা তোমার সুর শুনেছি
দেখতে নাহি পারি
তোমার স্মৃতি স্মরণ হলে
আজ ও আমি কাঁদি।
যেমন ছিল জন্ম তোমার
তেমন ছিল কর্ম
গুণ দিয়ে ছড়িয়ে দিলে
এ সমাজের জন্য।
মানুষ লোকের ভীর ছিল
মৌলই সাহেবের বাড়ী
তোমার দেখা পেতে হলে
সবাই বাঁধতো সারী।
দাদা, যদিও তুমি চলে গেছ
মহান আল্লাহর কাছে
যুগ যুগ ধরে থাকবে তুমি
আমাদেরই পাশে।