তানভীর আহমদ কয়েছ
মানুষ যে হয় এতো অমানবিক
ভাবিনি স্বপ্নেও
রাজন আর রাকিব হত্যার আগে
জানতাম না কখনও।
মারার সময় যাইনি তোদের কাছে
সাহায্যের হাত বাড়িয়ে, সাহসিকতা নিয়ে
কাপুরুষের মতো দেখেছি তখন
দূর থেকে দাঁড়িয়ে।
তোদের জন্য কিছু করতে পারিনি বলে,
হয় নিজের অনুশোচনা
ন্যায় বিচারের খবর শুনে
মনে পাই একটু সান্ত্বনা।
শিশুরাই দিশারী, শিশুরাই পাঞ্জেরী
হবে জানি একদিন জাতির কর্ণধার
এভাবে হতে হবে কেন
তাদের হত্যার শিকার ?
ধিক তোদের (কামরুল, শরিফ, মিন্টু, বাদল)
নরপিশাচের দল,
মানুষ নামে জন্ম নিয়ে,
কলঙ্ক লাগালি কেন বল ?
তোরাই অমানুষ, তোরাই ইতর
সমাজের সবার কাছে,
মরবে আরও ধুঁকে ধুঁকে নিজেদের
বিবেকের দংশনে।
তারপরও রেহাই পাবে না,
রোজ কিয়ামতের ময়দানে।
আর যেন খালি না হয় এভাবে
কোন মায়ের কোল,
নির্যাতন দেখলেই ঝাঁপিয়ে পড়ি
যেন, হোক না সেটা বিপদসংকুল।