বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশন-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ঐক্যের শক্তি হলো বড় শক্তি। সকলে মিলে ঐক্যবদ্ধ থাকলে যে কোন বিপর্যয় মোকাবেলা করা সম্ভব। বক্তারা বর্তমান সরকারের গৃহিত শিক্ষানীতিকে অত্যন্ত সফলভাবে বাস্তবায়নে অতীতের মতো আগামী দিনেও ফেডারেশনের নেতৃবৃন্দের সহযোগিতা অব্যাহত রাখার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের আলমপুরস্থ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশন-এর সভাপতি মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ জাহাঙ্গির আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি মোঃ রজব আলী, যুগ্ম মহা সচিব মোঃ ফারুক হোসেন, যুগ্ম মহা সচিব মোঃ মাহবুব আলী, প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুল বাছেত, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম, কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাপতি জমশেদ আলম, ঢাকা শিক্ষা বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে ফেডারেশনের নেতৃবৃন্দ সাংগঠানিক সফরের অংশ হিসেবে সিলেট শিক্ষা বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মাচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সকলে একটা নৌকার যাত্রী। আমাদের সকলের গন্তব্য একই হওয়া উচিৎ। শিক্ষা বোর্ডের স্বার্থের বিরুদ্ধে কেউ কাজ করবেননা। নিজেদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। বিজ্ঞপ্তি