অবিলম্বে আব্দুল আহাদ খান জামালকে মুক্তি দিন – মহানগর বিএনপি

37

সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক  সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের মুক্তি দাবী করেন। বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, জনবিচ্ছিন্ন বর্তমান অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই। এ কারণে অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্দোষ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা বলেন, গ্রেফতার-নির্যাতন করে শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না। পতন হবেই হবে। তারা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি