শিপন আহমদ, ওসমানীনগর থেকে :
চলার পথে বন্ধু তুমি, তোমার কথা শুনবো আমি” এই শ্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে চালকদের মধ্যে জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গোয়ালাবাজার শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওসমানীনগরের গোয়ালাবাজার বাস টার্মিনালে ”সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ জামাল আহমেদ।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. শাহনূরুর রহমান শানূ’র সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্র্যাক নিরাপদ সড়ক আচরণবিধি প্রবর্তন প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরীর পরিচালনায় সচেতনতা ক্যাম্পেইনে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জোন হাইওয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা, শেরপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী সরকার, ওসমানাীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন ও সিলেট-মৌলভীবাজার মালিক সমিতি সহ-সভাপতি আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। এ সময় সিলেট জেলা ব্র্যাক প্রতিনিধি, বিভিন্ন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও চালকবৃন্দরা উপস্থিত ছিলেন।