যানবাহন সংক্রান্ত নাগরিক সুবিধার লক্ষ্যে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভা

60

সিলেট মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভাপতি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর এলাকায় বসবাসরত সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির আলোচনা সভায় সিলেট মহানগর এলাকায় চলাচলকারী যানবাহনের শৃংখলা রক্ষা ও যানবাহন সংক্রান্ত নাগরিক সুবিধা সম্প্রসারিত করার লক্ষ্যে ২টি সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে- আগামী ১ জানুয়ারী/২০১৬ইং তালিখ হতে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী বৈধ যান্ত্রিক যানবাহন সমূহের নতুন রেজিস্ট্রেশন এর সময় সিলেট-মেট্রো ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (এমডিসিটিবি)’র কার্যক্রম শুরু করা ও মেট্রোপলিটন এলাকায় রুট পারমিট প্রদান এবং মেট্রো ফিটনেস এর জন্য আলাদা ভলিয়ম এর কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি