জনগণ ফুঁসে উঠার আগেই বিদ্যুতের লোডশেডিং বন্ধ করুন – গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

15

গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ লে: কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ফণীর কারণে দেশের প্রায় ১ কোটি লোক বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন। বিশেষ করে দেশের শহরতলী ও গ্রামাঞ্চলের বিদ্যুৎ গ্রাহকগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সচেতন জনগণ আশা করেছিলেন অতীতের ন্যায় সরকার পবিত্র রমজান মাসে শহর, বন্দর, গ্রামেগঞ্জে নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখবে, কিন্তু না ১ম রমজান থেকে থেকে অধ্যবদি পর্যন্ত ইফতার, সেহরী ও তারাবিহর সময় বিদ্যুতের লোডশেডিং বেড়েই চলেছে। ধর্মপ্রিয়, শান্তিপ্রিয় জনগণ খুবই মর্মাহত ও বিক্ষুব্ধ। লোডশেডিং এড়াতে সকল প্রকার আলোকসজ্জা বন্ধে কার্যকর ভূমিকা রাখা খুবই জরুরী।
তাই জনগণ ফুঁসে উঠার আগেই ২/১ দিনের মধ্যে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে অতীতের মতো নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি