গতকাল ২৩ নভেম্বর সোমবার বিকাল ৩টায় গণদাবী পরিষদের কার্যালয়ে সাপ্তাহিক সভা সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সিলেট-শেরপুর রোডে গত ২২/১১/২০১৫ ইং তারিখে সরকার কর্তৃক প্রদত্ত বি.আর.টি.সি বাস চালু করা হলে সিলেট টামির্নালে বি.আর.টি.সি বাস চলাচলে বাধা প্রদান করে বন্ধ করে দেয়া হয়। সভায় বক্তারা উক্ত বি.আর.টি.সি বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। বক্তারা সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বি.আর.টি.সি বাস চলাচলে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। সভায় সিলেট-শেরপুর, সিলেট-বিশ্বনাথ রোডে চলাচলকারী বাস চালক কর্তৃক সাধারণ জনগণের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত ভাড়া নির্ধারণ করার জন্য জোর দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল অদুদ, সাংবাদিক আব্দুল হান্নান, সৈয়দ নজরুল ইসলাম চুনু, আবুল কাশেম হেলাল তাপাদার, ডাঃ হাবিবুর রহমান, মুহিবুল ইসলাম ফটিক, ইরশাদ আলী, সাজু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি