দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিলেটের একটি দল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নাসির (পাতার) বিড়ি সহ ১জনকে আটক করে। এ সময় র্যাব একটি লেগুনা জব্দ করে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হায়াতুন-নবী র্যাব-৯ সিলেট, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়কাপন হতে দোয়ারাবাজার গামী নলুয়া গ্রামের জনৈক আসক আলীর মুদির দোকানের সামনে হতে ৬ লাখ ৬৬ হাজার পিস ভারতীয় নাসির (পাতার) বিড়ি ও ১টি লেগুনা গাড়িসহ ১ জনকে আটক করে তারা।
আটককৃত আব্দুল মান্নান (৩০) দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের সতেরবন্ধ বাঘের কোনা গ্রামের মৃত ঈমানী আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, ১৩ লাখ ৬৬ হাজার টাকার উদ্ধারকৃত মালামাল, আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা করা হয়েছে।