দিরাই পৌরসভা নির্বাচন ॥ লড়াই হবে সুরঞ্জিত সেন-নাছির চৌধুরী সমর্থকের মাঝে

95

দিরাই থেকে সংবাদদাতা :
সারা দেশের রাজনীতিতে দলীয় প্রভাব থাকলে ও হাওর পাড়ের দিরাই-শাল্লার রাজনীতি এর সম্পূর্ণ বিপরীত। দীর্ঘ তিন যুগের রাজনীতির ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, দিরাই-শাল্লার স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় দুই প্রভাবশালী নেতা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও জেলা বিএনপির আহবায় সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর সমর্থকের মাঝে। আসন্ন পৌরসভার নির্বাচন ওই দুই নেতার সমর্থিত প্রার্থীর মাঝেই ভোটের লড়াই হবে এ ধারণা পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। দিরাই বাজারের ব্যবসায়ী সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জুবের সরদার বলেন, আমাদের এলাকার রাজনীতিতে দলীয় কোনো প্রভাব নেই, এখানে সকল নির্বাচনে ভোট যুদ্ধ হয় আমাদের দুই বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরীর সমর্থকদের মাঝে, আর এ রেওয়াজ চলছে প্রায় তিন যুগ ধরে, যার প্রমাণ সুরঞ্জিত সেন বিভিন্ন ছোট দল থেকে বাব বার এমপি হলেও ১৯৯৬ সালে আওয়ামীলীগের প্রার্থী হয়ে পরাজিত হন। অপর দিকে নাছির চৌধুরী জাতীয় পার্টি থেখে এমপি হলেও ২০০১ সালে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন, আসলে দিরাই শাল্লার রাজনীতি সম্পূর্ণ আবর্তিত হয় সুরঞ্জিত সেন গুপ্ত ও নাছির চৌধুরীর ব্যক্তি ইমেজকে কেন্দ্র করে। এবারে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন, বর্তমান মেয়র, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, দিরাই ডিগ্রী কলেজের সাবেক ভিপি, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র, ভারপ্রাপ্ত পৌর মেয়র বিশ্বজিত রায় বিশ্ব, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য আওয়ামীলীগে যোগদান কারী বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান ওরফে মতি। বিএনপি থেকে শুধু দিরাই উপজেলা যুবদলের সভাপতি, গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুক এর নাম  শুনা যাচ্ছে। আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,  বর্তমান মেয়র কে যে আশা নিয়ে আমরা মেয়র বানিয়ে ছিলাম আমাদের সে আশা পূরণ হয়নি, মেয়র হওয়ার পর থেকে অধিকাংশ সময় লন্ডনে অবস্থান করায় ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে দিরাই পৌর সভার কাজ। যার কারণে সাধারণ ভোটার তার উপর নাখোশ। দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে শুধু পৌর সভা নয় উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করেন। তাই সাধারণ মানুষ এমন লোকই মেয়র বানাতে চায়। দিরাই পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র বিষ¦জিৎ রায়, দিরাই কলেজের ভিপি ছিলেন, তিনি আওয়ামী পরিবারের সন্তান, বিভিন্ন সামাজিক কাজে নিবেদিত প্রাণ, মেয়র বছরের অধিকাংশ সময় লন্ডনে থাকায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করায় পৌর এলকার সকল শ্রেণী-পেশার মানুষের সথে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠছে। তবে সবকিছু নির্ভর করে আমাদের নেতা সুরঞ্জিত সেন গুপ্তের উপরে, তিনি গত পৌর নির্বাচনে অনেক ত্যাগীদের বদলে লন্ডন প্রবাসী আজিজুর রহমান কে প্রার্থী করেন, এবার কি করবেন কেউ বলতে পারবে না। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত পৌর নির্বাচনের আমাদের  প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুকই হবেন  একমাত্র প্রার্থী, এ পর্যন্ত আর কারো নাম আমাদের কানে আসেনি, তবে সবকিছু নির্ভর করে আমাদের নেতা নাছির উদ্দিন চৌধুরীর উপর।