কাজিরবাজার ডেস্ক :
অবশেষে বাতিল করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর। গতকাল রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় সফর বাতিলের কথা জানানো হয়। এর আগে প্যারিসে সন্ত্রাসী হামলার পর শনিবার সফর অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছিল।
ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকেরও কথা ছিল।
জানা যায়, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত গতকাল রবিবার দুপুরে নেওয়া হয়েছে।
এদিকে, রবিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের উপপরিচালক কামরুজ্জামান ভূঁইয়া।
প্রসঙ্গত, শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী।