জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির আয়োজনে গতকাল ১৩ নভেম্বর শুক্রবার হোটেল ডালাসে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক, পাথর শ্রমিক, ভ্যান-রিক্সা শ্রমিক, কাঠ মিস্ত্রি, রাজ মিস্ত্রি, দোকান কর্মচারী, ভাংগারি শ্রমিক সহ বিভিন্ন শ্রমজীবী পেশার প্রতিনিধিদের মধ্যে ৪৫ জন শ্রমজীবী নেতৃবৃন্দ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন এর পরিচালনায় প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড কামরুল আহসান বলেন, ১৮৮৬ সালে শ্রমিক আন্দোলনের ফলে ৮ ঘন্টা কাজের দাবী স্বীকৃত হলেও শ্রমিকরা আজও নির্যাতিত নিগৃহিত হচ্ছে। এখনও শ্রমিকরা তাদের নায্য মজুরি থেকে বঞ্চিত। পুঁজিবাদি রাষ্ট্র কাঠামোর কারণে বার বার শ্রমিকের অধিকার পদদলিত হয়। তাই সময় এসেছে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদেরকে সংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হবে। প্রশিক্ষণের মূল আলোচক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, পুঁজিবাদি রাষ্ট্র ব্যবস্থায় শ্রম বিক্রির মালিক শ্রমিক হলেও তারা শ্রমের মূল্য নির্ধারণ করতে পারে না। শ্রমিকদের শোষন করে পুঁজিপতিরা বিত্তশালী হয়ে সমাজের উচ্চ স্তরে বসবাস করে নিজেদের মর্যাদা বৃদ্ধি করে। এসব পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে আজ জেগে উঠতে হবে। শ্রমিকের নিজেদের মর্যাদা নিজেকে আদায় করতে হবে। বিভিন্ন ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিত হয়ে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। প্রশিক্ষণে শ্রমিক আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট, শ্রমআইন অধিকার, ট্রেড ইউনিয়ন গঠন ও কৌশল, জাতীয় রাজনীতিতে শ্রমিকের ভূমিকা, সংগঠনের গঠনতন্ত্র ও ঘোষণা পত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতির কারনে শ্রমজীবী মানুষের জীবন-যাপন হুমকির সম্মুখিন বলে মতামত ব্যক্ত করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, যুব মৈত্রী সিলেট মহনগর সভাপতি হিমাংশু মিত্র, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সহ সভাপতি দীন বন্ধু পাল, সৈয়দ দারা মিয়া, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, প্রচার সম্পাদক আব্দুল মন্নান জীবন, মোঃ শাহ আলম, মোঃ জুয়েল, সাহাব উদ্দিন আহমদ, ডা. রফিকুল ইসলাম রতন, ডা. শফিকুল ইসলাম শফিক, মোঃ বাবুল, শেখ মো: রাব্বি, মোঃ মামুন, জেলা নেতা মুহিতোষ চৌধুরী প্রষাদ প্রমুখ। বিজ্ঞপ্তি