মিজানুর রহমান মিজান
পেশী শক্তি আর জনবলে, শান্তি প্রিয় লোকের দুর্বলে
বসত বাড়ি নেয় দখলে, এ যুগের হিটলার।
সীমানা চিহ্নিত আছে, তবু ও ক’দিন পর বলছে
অতি লোভের আশায় নাচে, সঠিক নয় অন্ধের কারবার।
কি হবে বিচার চাহিয়া, দুর্বল মারে ঘুষ খাইয়া
কথা বলে ধনজন দেখিয়া, নির্বাসনে উচিত বিচার।
স্বার্থের মোহে অন্ধ চিত্ত, বুঝে না আমানত খিয়ানত
শেষ হলে ও হয় না বরদাশত, ধান্ধায় মত্ত ঘুষ পাবার।
অযথা ঘুরাইয়া মারে, ঘুষ যেখানে বহাল ওরে
সুবিচার কেমনে হয়রে, বল ভেবে একটি বার।
ঘুষ দেবার নেই ক্ষমতা, বিচারের বদলে জ্বলে চিতা
সত্য কথা লাগে তিতা, দুর্বলের কিসের স্বাধিকার ?