জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ভেঙ্গে গেল নির্মাণাধীন সেতু

17
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ভেঙ্গে পড়া সেতু।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভাতগাঁও এলাকায় কোন্দানালা নামের নির্মাণাধীন সেতুটি ভেঙ্গে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ নির্মাণাধীন একে একে সেতুর মূল ৫টি পাটাতন ভেঙ্গে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১ মার্চ সোমবার সরজমিনে দেখা যায়, ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ক্ষুব্ধ স্থানীয় জনতা। এ সময় সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক হারুন রশীদ বলেন, গার্ডার ফেল করে সেতুটি ভেঙ্গে পড়েছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজে কোন ত্রুটি হয়নি। এটি নিছক একটি দুর্ঘটনা। এখানে পুনরায় সেতু নির্মাণ করা হবে। তবে প্রকল্প তদারককারি কর্মকর্তা সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সেতুটি ভেঙ্গে যাওয়ার দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে সরকারের কোন ক্ষতি হয়নি। এ সেতুর কোন বিলও দেয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় সেতু নির্মাণ করে দিতে হবে।