কাজিরবাজার ডেস্ক :
তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি নির্মাণের প্রতিষ্ঠান আসুসের নোটবুক কিনলেই জ্যাকেট ফ্রি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ল্যাপটপ মেলা। আর এ মেলায় আসুস নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ জেনবুক ইউএক্স৩০৫।
ইন্টেলের এম৭৬ওয়াই৭৫, ৩.২০ গিগাহার্জ ক্লক স্পিডের প্রসেসরের সাথে রয়েছে ৮ জিবি র্যাম। এটির পুরুত্ব মাত্র ১.২৩ সেন্টিমিটার। সহজে বহনযোগ্য এই নোটবুকটির ওজন ১.২ কেজি। ২৫৬ জিবি এসএসডি রয়েছে দ্রুত তথ্য সংরক্ষণের জন্য। ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে রয়েছে কি-বোর্ডের ব্যাকলিট। এটি অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এ নোটবুকের দাম রাখা হয়েছে ৮৫ হাজার টাকা।
সর্বনিম্ন ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯৫ হাজার টাকা পর্যন্ত মূল্যের নোটবুক পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের এই আউটলেটে। প্রত্যেকটি নোটবুকের সাথে জ্যাকেট ফ্রি এবং নগদ ছাড় দেয়া হয়েছে।
১১.৬ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ২ জিবি র্যাম রয়েছে আসুসের ই২০২এসএ মডেলের সর্বনিম্ন মূল্যের নেটবুকে। ৫০০ জিবি হার্ডডিস্ক রয়েছে তথ্য সংরক্ষণ করার জন্য।
আল্ট্রা স্লিম সিরিজের জি৫৫১ভিডব্লিউ আসুসের সবচেয়ে বেশি মূল্যের নোটবুক। ষষ্ঠ জেনারেশনের কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র্যাম রয়েছে এই পাতলা নোটবুকে। ১টিবি হার্ডডিস্কের সাথে আছে ২ জিবি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড। ১৫.৬ ইঞ্চি এল ইডি ব্যাকলিটের সাথে এই নেটবুকে রয়েছে ডিভিডি রাইটার।
গ্লোবাল ব্র্যান্ডের জ্যেষ্ঠ নির্বাহী শামসুল সালেহীন দ্বীপ বাংলামেইলকে বলেন, ‘পাতলা নোটবুকের প্রতি দর্শনার্থীদের আকর্ষণ বেশি। তবে আমরা মিড রেঞ্জের গ্রাহক পাচ্ছি বেশি। বিক্রয়োত্তর সেবা দিতে আমরা বদ্ধপরিকর।’
আসুসের ট্যাবও এসেছে মেলাতে। ১৩ হাজার টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা মূল্যের ট্যাব পাওয়া যাচ্ছে আসুসের স্টলে। আসুসের ট্রান্সফরমার সিরিজের ট্যাব ও পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের এই প্যাভেলিয়নে। টি১০০এম মডেলের এই ট্রান্সফরমার সিরিজের ট্যাবের মূল্য ৩৫ হাজার ৫০০ টাকা। মেলার প্রথমদিন শেষে আসুসের বিকিকিনি ভালোই হয়েছে বলে জানিয়েছেন বিক্রয় কর্মীরা।