গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে আলোচনা সভা ॥ বাংলাদেশের সমৃদ্ধিতে প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

33

“ইঁরষফ ঝশরষষ ইধহমষধফবংয” এই এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে IDEB Pic 10-11-15অঙ্গীকারকে  প্রতিপাদ্য করে গণপ্রকৌশল দিবস’১৫ ও ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি), সিলেট জেলা শাখা। দিনব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে রাতে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রবীণ সদস্য প্রকৌশলীর স্মৃতিচারণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইকরামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ নেছাওর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম আমন্ত্রিত অতিথি, পিডিবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল ইসলাম চৌধুরী, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ আবু জয়েদ মাহমুদ, পিডিবি’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক উপাধ্যক্ষ মাইনুদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আশফাক আহমদ, জেলা শাখার সাবেক সভাপতি জালাল আহমদ, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গবেষণা সম্পাদক আব্দুস সবুর, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মোঃ জামাল উদ্দিন, পিডিবি’র মোঃ আশরাফুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশের জনসংখ্যার চাপ বাড়ার সাথে সাথে কৃষি জমি হারিয়ে যাচ্ছে। অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণের ফলে কৃষি জমির উপর চাপ বাড়ছে। তাই পরিকল্পিতভাবে গ্রাম-বাড়ি নির্মাণের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সমৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রকৌশলীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরো বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিরসনসহ পেশাগত সমস্যাদি সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটি ইতিবাচক সুপারিশ প্রদান করেন। এই সুপারিশ অনুযায়ী পেশাগত সমস্যাদি দ্রুত নিরসনের জন্য বক্তারা জোর দাবি জানান। বিজ্ঞপ্তি