বেতন বৈষম্যের প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন

30

বেতন বৈষম্যের প্রতিবাদে ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন Farea pic-- 10.11.15(ফারিয়া) সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেধে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেট মহানগর ফারিয়া’র সভাপতি শরীফ জিলানী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম এ চৌধুরী বাদলের পরিচালনায় স্বাগত ও উদ্বোধনী বক্তব্যে রাখেন ফারিয়া সিলেট বিভাগীয় সম্বনয়কারী বিশ্ব রুজ রায়। মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর ফারিয়া’র উপদেষ্ঠা শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফারহান মাসুদ, আবু হানিফ, বেনজির আহমদ, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহবুব আহমদ, মাসুদুর রহমান মাছুম, আব্দুল মজিদ, সুব্রত  শাহ, নির্মল দত্ত, জয়দেব পাল, জাহাঙ্গীর আলম, পলিন শাহ, জুয়েল রানা, ফয়সল আহমদ, মোহন আহমদ, বেলায়েত আহমদ, সাধন বাবু, সালেহ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন ফারিয়ার ৫ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। আগামী ২০ নভেম্বর মধ্যে আমাদের সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারন,  বর্তমান মূল্যস্ফীতি কথা বিবেচনা করে টি,এ/ডি,এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান, আমাদের সংগঠন ফারিয়া কে সরকার কতৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটি সহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধান সহ দাবী গুলো মেনে না নিলে আমরা আগামী ২১ নভেম্বর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি