গণতান্ত্রিক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন —— বাসদ

22

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ সমন্বয়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট নেতা বদরুল ইসলাম, আশিক মোস্তফা, সাজ্জাদ হোসেন, সুমন আহমদ, ইমন আহমদ, হাবিব হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ নুর হোসেনের আত্ম ত্যাগের বহু বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ নির্বাচিত-অনির্বাচিত, সামরিক-অসমারিক, স্বৈরশাসন দেখেছে। গণতান্ত্রিক সরকার কিংবা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দেখেনি। বরং গণতান্ত্রিক শাসন ও বিধি ব্যবস্থার পরিপন্থি, আইনকানুন, বিধিবিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদিকে দিনে দিনে শক্তিশালী করতে তুলতে দেখেছে। বক্তারা গণতান্ত্রিক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা আগামী ২৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে দলের প্রতিষ্ঠা বার্ষিকী জনসভা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি