কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম রাজুর ডান হাতের কজি¦ কেটে নেওয়ার মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সন্ত্রাসী হারুন বাহিনীর প্রধান নাজমুল ইসলাম হারুনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম হারুন গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ী পৌরসভার ধনপুর গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সাড়াষি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোমবার রাতেই নাজমুল ইসলাম হারুনকে থানায় নিয়ে আসার পর পুলিশ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, গত সোমবার রাতে গ্রেফতারের পর নাজমুল ইসলাম হারুনকে গতকাল মঙ্গলবার সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কানাইঘাট আদালতে পুলিশ হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে তিনি জানান। নাজমুল ইসলাম হারুনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম হারুনের গ্রেফতারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে স্বস্থির নিঃশ^াস ফেলেন। ছাত্রলীগের বড় অংশের নেতাকর্মীদের উল্লাস করতে দেখা গেছে। প্রসজ্ঞত যে, ১ অক্টোবর গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম হারুনের নেতৃত্বে তার সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগের একটি গ্রুপ কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার ডালাইচর গ্রামের হারুন রশিদের পুত্র নজরুল ইসলাম রাজু (২৮) ও বাজারের অপর ব্যবসায়ী মিজানুর রহমান (২৪) কে সহ কয়েকজনকে রাতের বেলা বীরদল খালমোরা নামক স্থানে পথরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা ব্যবসায়ী নজরুল ইসলাম রাজুর ডান হাতের কব্জি দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় এবং মিজানুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হাত পায়ের রগ কেটে ফেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত নাজমুল ইসলাম হারুন সহ ১১ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে নাজমুল ইসলাম হারুন এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন সিলেট ডিবি ও কানাইঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাজমুল ইসলাম হারুনের ধনপুরস্থ বাড়ী থেকে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, মোটর সাইকেলের হেমলেট, কাঁচের বোতল উদ্ধার করে। উল্লেখ্য যে, ব্যবসায়ী নজরুল ইসলাম রাজুর কেটে নেওয়া ডান হাতের কব্জি অদ্যবধি পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।