মরহুম শামছুল আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

44

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ মরহুম শামসুল আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা Sকরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) বাদ আসর সিলেট নগরীর আম্বরখানাস্থ শুভেচ্ছা-৪৭ নং বাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হন।
আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমানের কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন- সোবহানীঘাট হযরত শাহজালাল দারুছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মাদ কুতবুল আলম ও বিশিষ্ট বুযুর্গানে দ্বীন হযরত মাওলানা নিজাম উদ্দিন বিশকুটি (রহ.) সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ চৌধুরী (মাজেদ)।
পবিত্র মিলাদ শরিফ পাঠ করেন সোবহানীঘাট নোয়াব আলী জামে মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাসিক পরওয়ানার সম্পাদক, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, কর অঞ্চল সিলেটের কর কমিশনার মাহমুদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সুনু মিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. সালাহ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসএমসিসিআই) এর সহ-সভাপতি আফজাল রশিদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সাংবাদিক সেলিম আউয়াল, বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন, আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফসার আজিজ, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি নজির আহমদ হেলাল, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুহেল আহমদ সাহেল, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট  জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি