অর্থমন্ত্রী ও শ্রমিক লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে কটুক্তি করা প্রকৌশলী এজাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

49

সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কটুক্তি করায় ও সিলেট মহানগর শ্রমিক লীগের Shomick Lig-- 09.11.15দপ্তর সম্পাদক খন্দকার ফায়েক উজ্জামান মাস্টারসহ বহিরাগতদের ‘আবাদী’ ও বিভিন্ন গালিগালাজ করায় কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের বিরুদ্ধে নগরীতে মিছিল করে মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ নেতা নিয়াজ খানের পরিচালনায় মিছিল সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, জাতীয় বিদুৎ শ্রমিক লীগ সিলেট সুনামগঞ্জ শাখার শুকুর আহমদ, মহানগর হকার্স লীগের সভাপতি শাহজাহান মিয়া, মহানগর রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি বুরহান উদ্দিন ভান্ডারী, মহানগর সিএনজ অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের লাল, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অনুর চৌধুরী, ২৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ আলী, ২২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ড সভাপতি মোশারফ আলী, ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু তাহের বেপারী, ১১ নং ওয়ার্ড সভাপতি শাহাজাহান মিয়া, ৭ নং ওয়ার্ড’র সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, শাহান আহমদ, এজাদ আহমদ, একরাম আহমদ, বাদল মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত ও শ্রমিক লীগের নেতা কর্মীদের জড়িয়ে কটুক্তি করেছেন প্রকৌশলী এজাজুল হক এজাজ তাকে অবিলম্বে সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় সিলেটবাসী তাদের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বিজ্ঞপ্তি