জেলা পুলিশের দক্ষ অফিসারদের পুরস্কার প্রদান

33

জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে গতকাল সিলেট জেলা পুলিশের উদ্যেগে সিলেট Rewardজেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, পিপিএম এর সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায়  সিলেট জেলায় কর্মরত এবং গত অক্টোবর/২০১৫ মাসের দক্ষ অফিসারদের পুরস্কৃত করেন সিলেট জেলার পুলিশ সুপার। গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও প্রসিকিউশন দাখিলের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
সভায় ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ঘর, এসআই/ মোঃ আমির উদ্দিন, কনস্টেবল/ মাসুক রানাকে ২ শিবির কর্মীসহ পাইপগান ও ককটেল উদ্ধারের জন্য, বিশ্বনাথ থানায় কর্মরত এএসআই/ আনোয়ারুল ইসলাম পাঠান ও এএসআই/নুরুল ইসলামকে পরোয়ানা তামিলের জন্য, বিয়ানীবাজার থানায় কর্মরত এসআই/ আমিনুর রহমানকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের জন্য, কানাইঘাট থানায় কর্মরত এসআই/ রবিউল ইসলাম ও এসআই/ মোঃ কামাল উদ্দিনকে পরোয়ানা তামিল, মাদক উদ্ধারের জন্য, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত এসআই/ আক্রাম হোসেনকে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য, জৈন্তাপুর থানায় কর্মরত এসআই/ রুমেন আহমদকে মাদক উদ্ধারের জন্য, বালাগঞ্জ থানায় কর্মরত এসআই/ইমাম হুসেনকে পরোয়ানা তামিলের জন্য, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই/মশিউর রহমান ও এএসআই/শংকর চন্দ্র দেবকে পরোয়ানা তামিলের জন্য, সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর সৈয়দ সফিকুল ইসলাম মুকুল ও কনস্টেবল/সামছুল হককে আলাদতে রিমান্ডমঞ্জুরসহ বিভিন্ন আইনগত সহায়তা প্রদানের জন্য, জেলা বিশেষ শাখার এসআই/ মোঃ আব্দুল কাইয়ূম গাজী, এসআই/জাবেদ আলী, এএসআই/দুলাল আহমেদ, কনস্টেবল/নজিবুর রহমান, কনস্টেবল/ আলী আহমদকে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বম মাদক উদ্ধার ও পরোয়না তামিলে সহায়তার জন্য, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুল মুকিত ও সার্জেন্ট/মোস্তাক আহমদকে মহাসড়কে যথাযথভবে ডিউটি অধিক সংখ্যক প্রসিকিউসন দাখিলের জন্য পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি