জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মো. শামসুল আলম চৌধুরী স্মরণে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন- শামসুল আলম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ সমাজসেবী ও একনিষ্ঠ মানবদরদী। তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সাথে দীর্ঘ জীবনের অতীত স্মৃতি রোমন্থন করে বক্তারা বলেন- তিনি একজন খাঁটি সমাজসেবক এবং স্বচ্ছ রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। শামছুল আলম চৌধুরীর জীবনের চাওয়া ছিল আর্তমানবতার সেবা। শামছুল আলম চৌধুরীর নিরলস প্রচেষ্টা, প্রজ্ঞা ও মেধার অবদান জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি আজকের অবস্থান। তাঁর রেখে যাওয়া অবদান ও কর্মের ফসলকে এগিয়ে নিয়ে যেতে হবে।
গতকাল রবিবার বিকেলে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি আয়োজিত শোকসভায় বক্তব্য ও স্মৃতিচারণ করেন জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির সহ-সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, সমিতির কার্যকরী কমিটির সদস্য ব্যারিস্টার আরশ আলী, সমিতির কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক এম এ গণী, সমিতির কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী আইয়ূব আলী, সমিতির কার্যকরী কমিটির সদস্য ডা.এম এ সালাম, এ.কে আজাদ খান, জালালাবাদ অন্ধকল্যাণ হাসপাতলের উপ-পরিচালক ডা. এমএ মতিন, সমিতির প্রচার সম্পাদক আফতাব চৌধুরী, সমিতির আজীবন সদস্য মাহবুব সোবহান, বিপ্লবী মুজিবুর রহমান ও সমিতির সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক শামছুল আলম চৌধুরীর ছেলে শফিউল আলম চৌধুরী নাদেল।
শোকসভা পরিচালনা করেন সমিতির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুফতি মো. হাসান।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামেয়া ক্বাসিমূল উলূম দরগাহ মাদরাসার শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল হান্নান গাছবাড়ী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী কমিটির সদস্য ছয়েফ উদ্দিন চৌধুরী, সমিতির কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার জলিল, সমিতির কার্যকরী কমিটির সদস্য হাদি নেহাল আহমদ চৌধুরী, সৈয়দ আবু সাদেক, তেহসিন চৌধুরী, হাসপাতালের কনসালট্যান্ট ডা. কাজী দিদার এ মোস্তফা, সমিতির প্রশাসনিক কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান খান, খাদিমপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মঞ্জুর আহমদ মঞ্জু, প্রভাসক আবুল কাসেম, হাসপাতালের অ্যাকাউন্ট্যান্ট হিরক সেন, স্টোর কিপার আকদ্দছ আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. পিংকু আব্দুর রহমান, কম্পিউটার অপারেটর আতিকুর রহমানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি