কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মোঃ শামসুল আলম চৌধুরী’র স্মরণে কেমুসাস আয়োজিত তাৎক্ষণিক শোক সভার সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি আ ন ম শফিকুল হক বলেন, মোঃ শামসুল আলম চৌধুরী ছিলেন বৃহত্তর সিলেটের সমাজসেবী, মানবদরদী, মুসলিম সাহিত্য সংসদের পৃষ্ঠপোষক। তিনি একজন খাটি দেশপ্রেমী এবং স্বচ্ছ রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। শামসুল আলম চৌধুরী’র নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল গভীর দেশপ্রেম ও মানবতাবোধ। তাঁর মানব সেবার মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় কেমুসাস আয়োজিত শোক সভায় বক্তব্য ও স্মৃতিচারণ করেন কেমুসাসের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি,আবদুল হামিদ মানিক, সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য অধ্যাপক নন্দলাল শর্মা, কবি কালাম আজাদ, লেখক আফতাব চৌধুরী, লেখক শাহ নজরুল ইসলাম, গল্পকার সেলিম আউয়াল, কেমুসাস সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, লেখক রুহুল ফারুক, গবেষক সৈয়দ মবনু, কবি মুহিত চৌধুরী, কবি বাছিত ইবনে হাবিব, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, মামুন হোসেন বিলাল। শোক সভা পরিচালনা করেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেটআব্দুস সাদেক লিপন। বিজ্ঞপ্তি