তাহিরপুরে আওয়ামী সমর্থক গোষ্ঠির আয়োজনে মিলাদ ও ইফতার মাহফিল

5

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে আওয়ামী সমর্থক গোষ্ঠির আয়োজনে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মিলাদ ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং করোনা মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিলাদ ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।