মেধাবী শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশ বিশ্ব পরিমন্ডলে নেতৃত্ব দিতে সক্ষম হবে ————– হুইপ সেলিম উদ্দিন

95

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা আমাদের সম্পদ। তাদের যথাযথ ভাবে সু-শিক্ষায় শিক্ষিত করতে পারলেই আগামী দিনে বাংলাদেশ বিশ্ব পরিমন্ডলে সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এজন্য শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের মেধা বিকাশে প্রতিটি এলাকায় সমাজ হিতৈশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করর জন্য বিজ্ঞান সম্মত কারিগরী শিক্ষার উপর সরকার গুরুত্ব দিয়েছে। কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে পারলেই আমাদের সন্তানরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সেলিম উদ্দিন এমপি গতকাল রবিবার বিকেল ২টায় কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঐতিহ্যবাহী কানাইঘাট হামিদা ফাউন্ডেশনের ২১ তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। হামিদা ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক হাজী আব্দুশ শাকুরের সভাপতিত্বে ও ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফ উদ্দিনের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ও সদর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা জাপার সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস শহিদ লস্কর বশির, ছোটদেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম মঞ্জুর আহমদ, কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ জার উল্লাহ, ক্রিয়েটিভ এ্যাসোসিয়েশন ফর ডেভেলাপমেন্টের সেক্রেটারী শরিফ উদ্দিন আহমেদ, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফজ্জিল আলী, জেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, মরতুজা আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক। বক্তব্য রাখেন, হামিদা ফাউন্ডেশনের সচিব হাজী ফখরুল ইসলাম, সদস্য এড. আব্দুল হাই, পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক ফয়সল উদ্দিন, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া প্রীতি, হুমায়ুন রশিদ প্রমুখ। অনুষ্ঠানে এম.পি সেলিম উদ্দিন হামিদা ফাউন্ডেশনের শিক্ষা মূলক কার্য্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা মানিক মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়া সত্ত্বেও তাঁর এলাকার শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে চলছেন এজন্য এ অঞ্চলের মানুষ তাঁকে সবসময় কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবে। সেই সাথে সেলিম উদ্দিন এম.পি কানাইঘাট ও জকিগঞ্জের শিক্ষার সার্বিক উন্নয়নে সবকিছু করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে মোট ৭২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন নগদ অর্থ ও বৃত্তি তুলে দেন প্রধান অতিথি সেলিম উদ্দিন এম.পি।