স্টাফ রিপোর্টার :
ছিনতাইয়ের চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার লাউয়াই বঙ্গবীর রোডস্থ দক্ষিণ খোজারখলা জামে মসজিদের গলির মুখে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমার লাউয়াই উম্মরকবুল এলাকার রফিকুল ইসলাম সিতাবের পুত্র নজিবুল ইসলাম জেবলু (১৯) ও দক্ষিণ খোজারখলা দুলাল মিয়ার কলোনীর বাসিন্দা সিরাজুল ইসলাম সেলিমের পুত্র ইমন আহমদ রাসেল (১৯)। এসময় তাদের কাছ থেকে ২টি চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।