করোনার ছল

11

কবির কাঞ্চন

চারদিকে আজ হাহাকার ধ্বনি
সবাই বলে তুই নাকি শনি।
তোর ভয়ে আজি কাঁপছে বিশ্ব
শ্রমজীবীরা হচ্ছে নিঃস্ব।

তোর মনে নেই এতটুকু মায়া
হারাস না তোর সবটুকু হায়া।
এই করোনা, থামবি কিনা বল
মানুষ মেরে করিস কেন ছল।