পাশের বাড়ি রিয়া নামে

51

মিনহাজ উদ্দীন শরীফ

পাশের বাড়ি রিয়া নামে
ছোট মেয়ে থাকে,
বাল্য বিয়ের প্রস্তাব তাকে
বন্দী করে রাখে।

পিতা-মাতা মেয়ের জীবন
দিবে ধ্বংস করে,
শেষ বেলাতে কাঁদবে সবে
যখন যাবে মরে।

বাল্য বিয়ের কুফল যদি
জানতো ওরা সবে,
নিজের হাতে মেয়ে হত্যা
বন্ধ করতো তবে।

সমাজ থেকে বাল্য বিয়ে
কবে মুক্তি পাবে,
এমন করে চললে সমাজ
রসাতলে যাবে।

বাল্য বিয়ে বন্ধ করব
আমরা নবীন যারা,
আইন মানলে যাবে টুটে
সমাজের সব ফাড়া।