স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর শাহী ঈদগাহে একটি নোহা মাইক্রোবাস গাড়ী ৪ মাস পর রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেল ৫ টার দিকে ঢাকা সবুজবাগ থানা পুলিশের সহযোগিতায় এয়ারপোর্ট থানা পুলিশ সবুজবাগ এলাকা থেকে গাড়ীটি উদ্ধার করে নিয়ে আসে। তবে গাড়ী চোর সিন্ডিকেটের কোন সদস্যকে আটক করতে পারেনি পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, গত ফেব্র“য়ারী মাসের প্রথম সপ্তাহে সিলেট নগরীর বাসিন্দা আব্দুর রহমান টিপু তার (ঢাকামেট্রো-গ-১৩-৫২৮২) নং নোহা মাক্রোবাসটি এক চালককে ভাড়ায় শাহী ঈদগাহে রেন্টে চালাতে দেন। কিন্তু ওই চালক প্রতিদিনের মতো গত ৮ ফেব্র“য়ারী গাড়ীটি ভাড়ায় চালাতে নিয়ে সে আর ফিরে আসেনি। সে ঢাকার এক লোকের কাছে গাড়ীটি বিক্রি করে দেয়। পরে গাড়ীর মালিক আব্দুর রহমান টিপু গাড়ীটির খোঁজাখুজি করে না পেয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৭ (০৯-০২-১৫)। ওসি আরো জানান, এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান পাঠান গাড়ী উদ্ধারের জন্য তদন্তে নামেন। গত শুক্রবার গোপন সংবাদে তিনি জানতে পরেন গাড়ীটি ঢাকা সবুজবাগ এলাকায় রয়েছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে সবুজবাগ থানা পুলিশের সহযোগীতায় এসআই আক্তারুজ্জামান ওই এলাকায় অভিযান চালিয়ে উক্ত গাড়ীটি ৪ মাস পর উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় গাড়ী সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়।