এনএফপিই শিক্ষিকাদের কর্মশালায় বক্তারা বলেছেন, শিক্ষার অগ্রগতিতে বর্তমান সরকারের সাফল্য অপরিসীম। সরকার মানুষের মৌলিক অধিকার শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। এ কারণে দেশে শতভাগ শিক্ষার্থী স্কুলমুখী হয়েছে। দেশে এখন আর ঝরেপড়া শিক্ষার্থী নেই। যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষ করার পূর্বে ঝরে পড়ে বেসরকারি এনজিও সংস্থার উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর মাধ্যমে সে সকল শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারছে। ফলে দেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে।
গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জের সীমান্তিক হেড অফিসে এনএফপিই শিক্ষিকাদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা একথা বলেন। প্রজেক্ট অর্গানাইজার আবদুল আহাদের সভাপতিত্বে ও পিও সরজিত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের সাবেক মহাসচিব মালেক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আদর্শ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী ও এনএইচএসডিপির প্রকল্প পরিচালক আবদুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার আব্বাস উদ্দিন, ফয়ছল আহমদ, সাজিদ রাজা স্মৃতি পরিষদের সভাপতি কবির আহমদ মিশিন, শিক্ষিকা ফারহানা ফেরদৌস সেফা, হালিমা বেগম প্রমুখ। সভা শেষে সিলেটি ভাষায় রচিত আঞ্চলিক নাটক ‘মনের আশা পুরন ওইছে নি’ মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি