জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিন ব্যাপি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ টি সদস্য পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। মোট ৪৪১ ভোটের মধ্যে ৩৬০ টি কাষ্ট হয়। এর মধ্যে ৭৪ টি ভোট বাতিল হয়। নির্বাচনে সেবক রঞ্জন দেব দেয়াল ঘড়ি প্রতীকে ১৬০, পেয়ার আলী বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৫৬, আব্দুস ছালাম টিয়াপাখি প্রতীকে ১৫৬ ও ইয়াওর মিয়া দোয়াত কলম প্রতীকে ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সমশেদ কামাল আনারস প্রতীকে ১২০ ভোট পেয়েছেন। এদিকে নারী প্রার্থী ছানারা বেগম মই প্রতীকে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবলী বেগম টিউবওয়েল প্রতীকে ৯৪ ভোট পান। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সহ-প্রিসাইডিং অফিসার হিসেবে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, পোলিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি আনোয়ার হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি নয়ন মিয়া দায়িত্ব পালন করেন। এছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করেন জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা।