বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বিত্তবানের এগিয়ে আসতে হবে – প্রবাসীকল্যাণ মন্ত্রী

3

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন স্মরণ কালের ভয়াবহ বন্যায় মানুষের ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। একমাত্র মহান আল্লাহ তায়ালার নিকট এসব ক্ষতি পূরণে বেশি বেশি করে প্রার্থনা করতে হবে। বানভাসি মানুষের বিধ্বস্ত ঘরবাড়ির দৃশ্য দেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহ রক্ষণাবেক্ষণর জন্য পরিবার প্রতি ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানের এগিয়ে আসা উচিত। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবার প্রতি ১০ হাজার টাকা অনুদানের কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়াও মন্ত্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা, ঢেউটিন ও ঈদ উপলক্ষে ইউনিয়নের ৯১৮ পরিবারকে ভিজিএফ এর চাল, ৪০০ পরিবারকে জিআর চাল এবং ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসাবে উপজেলার তিন হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ, গবাদি পশুর খাদ্যসহ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।