শ্রীমঙ্গলে চুরি হওয়া মালামালসহ আটক ২

12

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ দুই চোরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুন বৃহস্পতিবার রাতে বৃস্টির সময় চোরেরা শহরতলীর ইছবপুর এলাকার রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজে গ্রীল ভেঙে কম্পিউটার, প্রিন্টার ও প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।
গত বুধবার রাত সাড়ে ৮টারদিকে শ্রীমঙ্গল শহরের সোনালী মার্কেটের খান কম্পিউটারে চোরাই কম্পিউটার বিক্রি করতে আসে কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের বাসিন্দা বাদশা মিয়া। চোরাইমাল সন্দেহে খান কম্পিউটারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাদশা মিয়াকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের পর কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চাবাগানের ভুষিমাল দোকানের পেছেনে লুকিয়ে রাখা অন্যান্য মালামালসহ তার সহযোগী বুলবুল ইসলামকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক সোহেল রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে দুই চোরকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তারা এই চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান তিনি।