জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময়কালে সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব ॥ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করলে আইনজীবীদের কল্যাণ সাধন সম্ভব

64

Sylhet Jela Ainjibi Somiti Pic- 26-04-15গতকাল রবিবার বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর নেতৃবৃন্দ সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় ও নির্বাচনী পরিচিতি সভায় মিলিত হন। সমিতির যুগ্ম সম্পাদক মোস্তফা দিলওয়ার আল-আজহার এডভোকেট এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আব্দুর রকিব এডভোকেট। সভার শুরুতে বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এ.এম. মাহবুব উদ্দীন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীগণকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এডভোকেট। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় বার কাউন্সিল অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ বার কাউন্সিলকে তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গিকারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন বিগত দিনে আইনজীবীদের স্বার্থ রক্ষায় আমরা বার কাউন্সিলে অনেক কাজ করেছি। তিনি বলেন দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে সততার সাথে সঠিক, কার্যকর ও সময়পোযোগী সিদ্ধান্ত নিতে পারলে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের প্রভূত কল্যাণ সাধন করা সম্ভব হবে। তিনি বলেন আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিকল্প নেই। আগামী ২০ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে পুনঃবার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দকে আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এ.এম. মাহবুব উদ্দীন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন এটর্নি জেনারেল এ.জে.মোহাম্মদ আলী এডভোকেট, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ফাইনেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট সানা উল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বদরুদ্দোজা বাদল এডভোকেট, ঢাকা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ বোরহান উদ্দিন এডভোকেট, ঢাকা বারের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া এডভোকেট, বার কাউন্সিলের গ্র“প “ডি” আসনের সদস্য ও বার কাউন্সিলের রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট কাইমুল হক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি আশিক উদ্দিন আশুক এডভোকেট প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি ফখর উদ্দিন এডভোকেট, সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শিবলী এডভোকেট, সাবেক সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট, জেলা বি.এন.পি’র আহ্বায়ক এম. নুরুল হক এডভোকেট, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার এডভোকেট, আখতার হোসেন খান এডভোকেট, সাবেক জি.পি. আব্দুল মান্নান এডভোকেট, সাবেক পি.পি. নোমান মাহমুদ এডভোকেট, এ.টি.এম. ফয়েজ এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-১ আব্দুস শহীদ এডভোকেট, সহ সভাপতি-২ আব্দুল হাই এডভোকেট, মোঃ আতিকুর রহমান সাবু এডভোকেট, আনোয়ার হোসেন এডভোকেট, মোঃ কামরুজ্জামান সেলিম এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) এডভোকেট, নাসিরুজ্জামান নাজিম এডভোকেট, কামাল হোসেন এডভোকেট, আতিকুর রহমান তাপাদার এডভোকেট, আল-আসলাম মুমিন এডভোকেট, লাইব্রেরী সম্পাদক তাজ রিহান জামান এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হীরা এডভোকেট, সহ-সম্পাদক ইকবাল আহমদ এডভোকেট, এজাজ উদ্দিন এডভোকেট, খালেদ আহমদ জোবায়ের এডভোকেট, ইসরাফিল আলী এডভোকেট, তাজ উদ্দিন মাখন এডভোকেট, ওবায়দুর রহমান ফাহমি এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি