দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় বেসরকারী মোবাইল অপারেটার এয়ারটেল’র এক কর্মী নিহত ও আহত হয়েছেন ২ জন।
স্থালীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর কমিউনিটি ক্লিনিকের সামনে এয়ারটেল’র (নোয়াহ গাড়ি) সিলেট-চ ১১-০৬৩৪ কে অজ্ঞাতনামা বাস পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে মুচড়ে গাড়িটি উল্টো দিকে ঘুরে সিলেট মুখী হয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ৩ জন এয়ারটেল’র কর্মী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে এক জন নিহত হন।
নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম (২৮) তিনি বেসরকারী মোবাইল অপারেটার এয়ারটেল’র কর্মী, তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগ্রাম গ্রামের নুর মিয়ার ছেলে।
এবং তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বেসরকারী মোবাইল অপারেটার এয়ারটেল’র নোয়াহ গাড়ি উদ্ধা করে নিয়ে এসেছি। নিহত ব্যক্তর নাম পরিচয় পাওয়া গেলেও আহত ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি তবে তারা ৩ জন’ই এয়ারটেল’র কর্মী।