ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ড. আহমেদ উল্লাহ। বৃহস্পতিবার সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় মেলা সমাপনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাছুম বিল¬াহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর প্রমুখ। ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৬টি ষ্টল অংশ গ্রহণ করে। ডিজিটাল মেধা ভিত্তিক কার্যক্রম প্রদর্শন করে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। ছাতক বহুমুখী মডেল হাই স্কুল দ্বিতীয় ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। ডিজিটাল বাংলাদেশ বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণীর ৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। নির্ধারিত ১৫টি প্রশ্নের মধ্যে সবক’টির সঠিক উত্তর দিয়ে ইউএনও মুজিবুর রহমানের তনয়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুজহাত ফারহীন রহমান প্রথম স্থান অধিকার করেছে। ১৩টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা ইসলাম তিথলা দ্বিতীয় স্থান ও ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নাহীমা আক্তার নীপা তৃতীয় স্থান অর্জন করেছে। এদিকে ডিজিটাল মেলা চলাকালে মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন টানা দু’দিনের অনুষ্ঠানে নাস্তা ও পানির ব্যবস্থা না থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও ষ্টলে অংশ নেয়া লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, প্রতি বছর উপজেলা প্রশাসন ও সরকারী-বেসরকারী উদ্যোগে আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগ দিতে হয় তাদের। এর আগে কোন অনুষ্ঠানেই তাদের অভুক্ত থাকতে হয়নি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, বিষয়টি তাকেও বিস্মিত করেছে। শিক্ষার্থীদের সাথে তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন।