দক্ষিণ সুরমা উপজেলা কৃষি ও সেচ কমিটির সভা গতকাল ২০ এপ্রিল সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কৃষি ও সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর সভাপতিত্বে কৃষি ও সেচ কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার আবাহন মজুমদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য, মোল্লাগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জবরুল ইসলাম জগলু, কো-অপট সদস্য মোঃ আব্দুস ছবুর, শাহনুর মিয়া, উপ-সহকারী কৃষি অফিসার প্রাণতোষ দাশ ও তপন কুমার বৈষ্ণব প্রমুখ।
অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি ও সেচ প্রকল্পের কয়েকটি প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে হচ্ছে খাল খনন, সেচ এলাকা বৃদ্ধি, ডিপটিউবওয়েল স্থাপন, বাধ নির্মাণ ও সংস্কার, পাকা ড্রেইন নির্মাণ ইত্যাদি গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে উপজেলা উন্নয়ন সমন্বয়ন সভায় উপস্থাপনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে ইমাদ উদ্দিন নাসিরী বলেন, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকরা হচ্ছেন দেশের উন্নয়নের মূল একটা অংশ। সরকারের গৃহীত কর্মসূচী সফল বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত কৃষকদেরকে সুযোগ করে দিতে হবে। বিজ্ঞপ্তি