কাজিরবাজার ডেস্ক :
নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশে আজ বিক্ষোভ ও আগামীকাল হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে ভাঙচুর ও সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। এমনকি তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে। এটি সরকারের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় খালেদা জিয়ার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিটি স্থানে বাধা দেয়া সত্ত্বেও তিনি তার প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। মওদুদ আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে পুলিশি প্রহরা প্রত্যাহার এবং তার গাড়িবহর থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা থেকেই বুঝা যায় তার ওপর হামলা সরকারের পূর্বপরিকল্পনারই অংশ। বিএনপির নীতিনির্ধারক ফোরামের এ সদস্য বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সরকার এ ধরনের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী তাণ্ডবের আশ্রয় গ্রহণ করেছে। এটি সরকারের দুর্বলতারই প্রতিফলন। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা অতি সমপ্রতি বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনী প্রচারণায় বেরুলে প্রতিহত করার যে বক্তব্য দিয়েছেন সেটাই তাদের সশস্ত্র গুণ্ডাদের আজকের সন্ত্রাসী হামলায় উস্কানি দিয়েছে। পুলিশের আইজিপিও নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহত করতে প্রয়োজনে আইন প্রণয়নের জন্য ওপেন বক্তব্য দিয়েছে। আওয়ামী গুণ্ডা বাহিনীকে খালেদা জিয়ার ওপর হামলা করার জন্য এই উস্কানি দিয়েছে। তিনি বলেন, মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি শহর ছাড়া সারা দেশে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে আমাদেরকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করবেন না। ব্যারিস্টার মওদুদ বলেন, যত বাধা আসুক না কেন, নির্বাচনী প্রচারণা চলবে। এটা কেউ থামিয়ে রাখতে পারবে না। সমর্থনের যে স্রোত দেখা যাচ্ছে তিন সিটিতেই বিজয় লাভ করবে বিএনপি প্রার্থীরা। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, দপ্তরের দায়িত্ব আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিতি ছিলেন।